ভালুকায় সিলিন্ডার বিস্ফোরণে তিন ভাইবোনের মৃত্যু
ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার আল মামুন ও ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তিনজন হলো সাদিয়া (৮), নাদিয়া (৫) ও রায়হান (৩)। তাদের বাবার নাম মো. স্বপন মিয়া। তিনি পরিবার নিয়ে সিডস্টোর বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে নয়টার দিকে স্বপন মিয়া বাসার পাশের একটি টিনশেডের বাসায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে স্বপনের ঘরসহ আরও কয়েকটি ঘর পুড়ে যায়। ঘরে আগুন লাগার সময় স্বপন ও তাঁর স্ত্রী বাসায় ছিলেন না। তাঁদের তিন সন্তান ঘরে ঘুমিয়ে ছিল। সে অবস্থাতেই আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।
এদিকে সিলিন্ডার বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
Comments
Post a Comment